শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারী: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবের আয়োজন করা হয়। তবে চাহিদার শতভাগ বই এখনো না পৌছানোয় শিক্ষার্থীরা হাতে সব বই এক সাথে পায়নি বলে জানা গেছে। শুক্রবার সকালে জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফির সভাপতিত্বে বই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক , জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন। বক্তব্য রাখেন উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। উৎসবে প্রধান অতিথি এমপি ফরহাদ হোসেন কয়েকটি শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে উৎসবের সুচনা করেন। একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়। উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মেঘনা খাতুন বলে, বছরের প্রথম দিনে বই পাওয়ার মজাই আলাদা। তাছাড়া নতুন বইয়ের ঘ্রান খুবই ভালো লাগে।

একই শ্রেণীর কোহেলী খাতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা হয়ে গেছি বলে জানায়, নতুন বই পড়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। বই নেয়ার জন্য সকাল থেকে স্কুল প্রাঙ্গনে এসে বসে আছি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭লক্ষ ৯৭ হাজার ৩৮৬টি বইয়ের চাহিদা থাকলে উৎসবের ১ম দিনে বিতরণ করা হচ্ছে ৭ লক্ষ ৭৩ হাজার ৭১৪টি বই। দাখিল পর্যায়ের বিতরণের সংখ্যা আরো কম। দাখিলে ৬৯ হাজার ৬১৪টি বইয়ের চাহিদা বিতরণ করা হয়েছে ৪০ হাজার ৪৩১টি বই। ইবতেদায়ীতে চাহিদা ৪০ হাজার ৪৩১টি বইয়ের সবগুলোই বিতরণ করা হয়েছে। এসএসসি ভকেশনাল চাহিদা ১৮ হাজার ২২টি হলেও সেখানে এখানো ভর্তি না হওয়ায় একটি বই বিতরণ করা হয়নি। এদিকে, প্রাথমিকে বইয়ের চাহিদা ছিলো ৪ লক্ষ ২৯ হাজার। এর মধ্যে কিছু বই এখনো পৌছাইনি স্কুল গুলোতে। প্রাক প্রাথমিকে চাহিদার ১৩ হাজার বই বিতরণ করা হয়েছে। মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ড্রেস মেকিং এন্ড ট্রেলারিং বিভাগের প্রধান ফরিদ আহমেদ বলেন, ভকেশনাল পর্যায়ে আগামী ৫ জানুয়ারী থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তারপরই বই বিতরণ করা হবে। সদর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেন মোবারক বলেন, চাহিদার তুলনায় কিছু বই এখনো এসে পৌছাইনি । এর ফলে ওই বই গুলো পরে বিতরণ করা হবে।