খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধুতে তেরাইল ও বঙ্গমাতায় শোলমারী চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

October 14, 2015

মেহেরপুর নিউজ, ১৪ অক্টোবর: মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ফুটবল টূর্ণামেন্টে গাংনীর তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফটুবল টূর্ণামেন্টে সদরের শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সদরের শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে মুজিবনগরের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে গাংনীর তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১

গোলে সদরের রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দিন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ফুটবল প্রেমীরা ফাইনাল খেলা দু’টি উপভোগ করেন। ট’নামেন্টে বঙ্গবন্ধুতে তেরাইলের রনি সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার, বঙ্গমাতায় শোলমারী গোলরক্ষক মুন্নী সেরা খেলোয়ার, ভবানীপুরের তানিয়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে। এর আগে সকালে উদ্বোধনী খেলায় ভবানীপুরের তানিয়া অসাধারণ ক্রীড়া নৈপূন্য উপহার দেয়ায় জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী তাকে নগদ ২ হাজার টাকা পুরস্কার দেন।