খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধুতে হরিরামপুর ও বঙ্গমাতায় রাজনগর চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 06, 2018

মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে সদর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবলে রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলঅর যৌগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার দুপুরে অনুস্থিত বঙ্গমাতা ফুটবলে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলায় রামদাসপুর ১ পেনাল্টি সহ ৩টি গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ে খেলাটি গোল শুন্যভাবে শেষ হয়। পরে টাইব্যকারে রাজনগররের পক্ষে স্বর্নালী, মারিয়াম ও বিপাশা গোল করে। দলের চামেলী ও কাকলী বাইরে মারে। অপর দিকে রামদাসপুরের পক্ষে বিনা ও শিলা গোল করলেও কেয়া, সনিতার গোল বিপক্ষ দলের গোল রক্ষক স্বর্নালী প্রতিহত করে। ফলে শেষ পর্যন্ত ভাল খেলেও পরাজয় হয় বামদাসপুর। বিজয়ী দলের গোল রক্ষক স্বর্নালী সেরা খেলোয়াগের পুরস্কার লাভ করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ২-১ গোলে দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শুন্য ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলা গড়াই এতে হরিরামপুরের সম্রাট ও নাহিদ গোল করলেও দলের আরিফুল, লাব্বি, ইমরান এর কিক গোল বারের উপর দিয়ে চলে যায়। দফরপুরের পক্ষে হৃদয় গোল করলেও দলের বাব্বি, সোহান ঠেকিয়ে দেয়। আর আমিনলে সট বাইরে চলে যায়। প্রতিপক্ষে খেলোয়াড়দের নেওয়া ৩টি কিক ধরে ফেলার হরিরামপুরের গোল রক্ষক আল সাহকে সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার লাভ করে।