বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: মেহেরপুরে র‌্যালী, আলোচনা সভা পুস্পমাল্য অর্পনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হ

োসেনের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের শহীদ সামছুজোহা পার্ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদস্য আব্দুস সালাম, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে সেখানে আলোচনা সভা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতৃকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পুস্পমাল্য অর্পণ: পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিট, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর শাখা, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, এলজিইডি, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জিনিয়াস স্কুল এন্ড কলেজ, জেলা স্বাস্থ্য বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, মেহেরপুর সরকারী টেকনিক্যাল কলেজ, প্রাইমারি ট্রেনিং ইনষ্টিটিউট, কৃষিবিদ ইনষ্টিটিউট, মেহেরপুর থিয়েটার, জেলা বিএমএ, ইমপ্যাক্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অপর্ন করা হয়। আলোচনা সভা: জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডা. রমেশ চন্দ্র নাথ।

 

 

রক্তদান কর্মসূচী: জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, ডা. আবু তাহের সিদ্দিকী।