বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশ ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 06, 2017

মেহেরপুর নিউজ, ০৬ আগষ্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পলাতক খুনিদের দেশ ফিরিয়ে আনার দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।