খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধু অনুদ্ধ ১৭ ফুটবলে সদর উপজেলা দলের প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

September 16, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুদ্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দলের প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সদর উপজেলা দল গঠনের লক্ষে ২৩ জন খেলোয়াড় নিয়ে এ প্রস্তুতি শুরু হয়। এর মধ্য থেকে ১৮ জন খেলোয়াড় নিয়ে মেহেরপুর সদর উপজেলা দল গঠন করা হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম ২৩ জন খেলোয়াড় নিয়ে প্রথম দিনের প্রস্তুতি প্রত্যক্ষ করেন।