খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ অক্টোবর: মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেণ। এ সময় জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাস( সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বঙ্গমাতায় মুজিবনগরের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গাংনীর ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবলে গাংনীর তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগরের যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে বিকালে জেলা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু ফুটবলে সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাথে গাংনীর তেরাইল এবং বঙ্গমাতায় মুজিবনগরের ভবানীপুরের সাথে সদরের শোলমারী অংশ নিবে। পরে বিজয়ী দলকে পুরুষ্কৃত করা হবে।