খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

By মেহেরপুর নিউজ

July 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শহীদ ক্যাপ্টেন আশারাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা টুর্নামেন্টে বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌর এলাকার চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে খেলার যোগত্যা অর্জন করেছে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল খেলায় শহীদ ক্যাপ্টেন আশারাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১(১)-১(৩) গোলে দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলাটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হওয়ায় অবশেষে টাইব্রেকারে গড়াই। এতে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বিপুল, বিল্লাহ ও বাধন এবং দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ওহিদ গোল করে। বিজয়ী দলের গোল রক্ষক হয়রত আলী সেরা খেলোয়ার নির্বাচিত হন। এর আগে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব কাপে বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে শহীদ ক্যাপ্টেন আশারাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি গোল শূণ্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে শেষ করা হয়। এতে বিজয়ী দলের পক্ষে ফারহানা, বৈশাখী ও সাদিয়া এবং বিজিত দলের পক্ষে মালা ও তোফা গোল করেন। বিজয়ী দলের ফারহানা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম সুলতানার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, পৌর সচিব তৌফিকুর রহমান, প্রধান শিক্ষক নুরুল গনি।