টপ নিউজ

মেহেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

May 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ‘১৭’ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে,অপেক্ষা কেবল বল মাঠে গড়ানোর।

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল কে ঘিরে মেহেরপুর স্টেডিয়াম মাঠকে নব সাজে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছবি সম্বলিত বিশাল বিশাল ব্যানার এবং ফেস্টুন দিয়ে মাঠ সাজানোর পাশাপাশি মাঠের চতুর্পার্শ্বে বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে চিরসবুজ মেহেরপুর স্টেডিয়াম মাঠের ঘাস আরো গাড়ো সবুজে পরিণত হওয়ায় স্টেডিয়াম মাঠের দৃষ্টিনন্দন চেহারা ফুটে উঠেছে।

এদিকে মাঠের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য সদর উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট কমিটির সদস্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠের পরিবেশ দেখে ভূয়শী প্রশংসা করেন। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আমদাহ ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন উদ্বোধনী খেলায় একে অপরের মোকাবেলা করবে।