ফুটবল

মেহেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মেহেরপুরের গাংনী উপজেলা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

June 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনূর্ধ্ব-১৭ এ জেলা পর্যায়ের খেলায় মেহেরপুরের গাংনী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৩-১ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলার প্রথমার্ধের ৯ মিনিটের সময় মেহেরপুর সদর উপজেলা একাদশের পক্ষে হিমেল দর্শনীয় গোল করে খেলায় এগিয়ে যান ।

প্রথমার্ধের ২০ মিনিটের সময় গাংনীর একটি কর্নার কিক ডি বক্সের মধ্যে মেহেরপুর সদরের একজন খেলোয়াড়ের গায়ে লাগে বল জালে প্রবেশ করে। ঐ আত্মঘাতী’ গোল এর সুবাদে খেলায় সমতা ফেরান গাংনী। খেলা শেষ হওয়ার ২ মিনিটের মাথায় মেহেরপুরের গোলরক্ষক লিখনের ভুলে গাংনীর হৃদয়ের গোলে ২-১ গোলে এগিয়ে যায়।এর এক মিনিট পরে আবারো সেই লিখনের ভুলের কারণেই হামিম গোল করে বিজয় নিশ্চিত করেন। খেলা শুরুর প্রাক্কালে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনূর্ধ্ব-১৭ এর মেহেরপুর সদরের গোলরক্ষক লিখন ম্যান অব দ্যা টুর্নামেন্ট, একই দলের হিমেল সর্বোচ্চ গোলদাতা এবং গাংনী উপজেলার হুসাইন ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার লাভ করেন।

খেলা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, তেতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।