ফুটবল

মেহেরপুরে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে মেহেরপুর সদর উপজেলা ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনূর্ধ্ব-১৭ এ জেলা পর্যায়ের খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার বিকেলে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনূর্ধ্ব-১৭ সদর উপজেলা একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে জেলা পর্যায়ের ফাইনালে ওঠে। নির্ধারিত সময় উভয় দলই গোলের সহজ সুযোগ লাভ করেও গোল করতে না পারায় নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। স্পট কিকে মেহেরপুর সদরের সুনিতা জুঁই,শনিতা সুমনা একটি করে গোল করেন।

মুজিবনগরের পক্ষে হালিমা ১টি গোল করলেও রিমা,নুফুর ও সুমাইয়ার স্পোর্ট কিক মেহেরপুরের গোলরক্ষক রাখা আটকে দেন। মেহেরপুর সদর উপজেলা একাদশ সোমবার ফাইনালে গাংনী উপজেলা একাদশের বিপক্ষে মোকাবেলা করবে। খেলা শুরুর প্রাক্কালে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এদিকে খেলা চলাকালীন সময়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্টেডিয়াম মাঠে আসেন এবং খেলা উপভোগ করেন। খেলা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলাম খান উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।