ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বধ্যভুমি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ ডিসেম্বর: মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে বধ্যভুমি দিবস পালিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ের বধ্যভুমিতে নির্মিত স্মৃতি সৌধে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খাইরুল হাসান মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড, মিয়াজান আলী, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড, ইব্রাহিম শাহিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান,প্রভাষক নুরুল আহমেদ প্রমুখ।