বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বন্দর প্রবাসী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

By Meherpur News

November 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বন্দর প্রবাসী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনের সদস্য রিপন ও মনোয়ার তুহিন উপস্থিত থেকে ১০০ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্থার এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।