খেলাধুলা

মেহেরপুরে বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 11, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে দেশব্যাপী বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে খেলোয়াড় বাছায় কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, বাফুফের ফুটবল প্রশিক্ষক মাকসুদুল আলম বুলবুল, শহীদুজ্জামান, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সোহেল রানা সবুজ, আনারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। বাছাইপর্বে মেহেরপুরের বিভিন্ন এলাকার শতাধিক ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করেন।