অন্যান্য

মেহেরপুরে বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন ।। ৫ দফা দাবিতে হরিজনদের র‌্যালি ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে পৌরসভা, সিটি কর্পোরেশনসহ সরকারী বেসরকারী এবং স্বায়িত্ব শাষিত প্রতিষ্ঠানে হরিজনদের চাকুরী স্থায়ী করনসহ মোট ৫ দফা আদায়ের লক্ষ্যে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে বিদসটি পালনন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখা। শুক্রবার সকালে মেহেরপুর জেলা শাখার সভাপতি ভাদু ভুঁই মালির নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সাধারন সম্পাদক মিঠু বাঁশফোঁড়,সাংগাঠনিক সম্পাদক স্বপন ভুঁইমালি,সদস্য রতন কুমার,গঙ্গারাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেহেরপুর পৌরসভা থেকেশুরু করে মেহেরপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।