ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষবরন শুরু

By মেহেরপুর নিউজ

April 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদোগে মঙ্গলশোভা যাত্রা , পান্তা ইলিশ,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন ব্যাপী চলছে বর্ষবরন উৎসব। সোমবার সকাল ৭ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু একটি শোভা যাত্রা মেহেরপুর  শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে । শোভাযাত্রায় মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী,পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুর রহমান, উপাধাক্ষ আহসান উল্লাহ,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ সহ মেহেরপুর সরকারী মহিলা কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্য মিকি বালিকা বিদ্যালয়,, সরকারী শিশু পরিবার, মেহেরপুর থিয়েটারের ছেলেমেয়েরা  বিভিন্ন  বাঙ্গালী সাজে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভা যাত্রাটি বাদ্যর তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। এদিকে, শোভাযাত্রা শেষে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী থাকলেও কোনো কারন ছাড়াই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নি। এ ব্যাপারে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি ছিলো । কিন্তু সেখানে কোনো পরিবেশ না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয় নি।শেষ হয়।