ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বর্ষবরণ পালন

By মেহেরপুর নিউজ

April 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বরপূর্ন বাঙালী ঐতিহ্যপনার মধ্যে দিয়ে পালিত হলো বাংলা বর্ষবরণ ১৪২৩ বঙ্গাব্দ। বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটি মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, সরকারী মহিলা কলেজের উপাধাক্ষ আসাফ উদ দৌলা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, উপজেলা সভাপতি গোলাম রসুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর শিল্পকলার শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপভোগ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, হেমায়েত হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো:মঈনুল হাসান, জেলা প্রশাসক পত্মী স্মৃতি রানী সিনহা, এডিসি পত্মী শিউল পারভীন।