ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বর্ষবরন উপলক্ষে লাঠি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল:

বর্ষ বরন ১৪২০ পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ঢাক আর ঢোলের তালে তালে তালে আশরাফপুর  লাঠিয়াল বাহিনী এবং মেহেরপুর শহরের লাঠিয়াল দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

আশরাফপুর  লাঠিয়াল বাহিনীর দলনেতা শাহাবদ্দিনের নেতৃত্বে তার সদস্যরা এ খেলা প্রদর্শন করেন । মেহেরপুর লাঠিয়াল বাহিনীর দলনেতা মনসুর আলী,আবুল কালাম,মহাসিন আলী,জাবব্বারসহ ২৫/৩০ জন খেলায় অংশ নেয় ।

এ সময় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী,অফিস সহকারী স্বপন সেখানে উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এ লাঠি খেলা উপভোগ করেন।