ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বলরাম হাড়ীর জন্ম তিথি উপলক্ষে তিন দিন ব্যাপি অনুষ্ঠান শেষ

By মেহেরপুর নিউজ

April 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল: মেহেরপুরের হিন্দু সম্প্রদায়ের দলিত শ্রেণীর মানুষের আধ্যাত্মিক পুরুষ হিসেবে খ্যাত বলরাম হাড়ির জন্ম তিথি উপলক্ষে তিন দিন ব্যাপি অনুষ্ঠান শেষ হয়েছে।

মেহেরপুর শহরের হালদারপাড়াস্থ বলরাম হাড়ী মঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ছাড়াও কুষ্টিয়া, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর সহ ভারতের কুচবিহার থেকেও শত শত ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগদেন। সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বলরাম হাড়ীর জীবন দর্শন নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন ও সাংবাদিক তোজাম্মেল আযম।

এছাড়াও গরিব দুখিদের মাঝে প্রসাদ বিতরণ ও ভক্তদের পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় । প্রায় দুই শ বছর আগে হালদারপাড়ায় মঠ স্থাপন করে বলরাম হাড়ী হিন্দু দলিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছিলেন। প্রতি বছরই তার জন্ম তিথিতে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।