টপ নিউজ

মেহেরপুরে বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 29, 2019

নিজস্ব প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর পৌরসভার হঠাৎ পাড়ার বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

কাউন্সিলর জাফর ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব চাঁদু, আওয়ামীলীগ নেতা আলামিন হোসেন।

বক্তব্য রাখেন প্যানেল মেয়র শহিনুন রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, পৌর সচিব তৌফিকুর রহমান, শিউলী আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।