অন্যান্য

মেহেরপুরে “বাংলার লাঠিয়াল” সংগঠনের আত্মপ্রকাশ

By মেহেরপুর নিউজ

November 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: সমাজ সংস্কারের লক্ষ্যে মেহেরপুরে বাংলার লাঠিয়াল নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংগঠনটির ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটির আত্মপ্রকাশ করা হয়। এ সময় পৌর কাউন্সিলর রিয়াজতুল্লাহ, মঞ্জুরুল কবির রিপন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু, পোল্ট্রি খাামার মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন, বাংলার লাঠিয়াল সংগঠনের নবাগত সভাপতি সালেহীন আহমেদ অংকুর, সাধারণ সম্পাদক ইবনে আফতাব অনিম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহরে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।