জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ ফেব্রুয়ারিঃ ‍“ইশারা ভাষা শিখব,ভাব বিনিময় করব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান করেছে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর। শনিবার সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষ্যে মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবুবকর সিদ্দিক। বক্তব্যে রাখেন,মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো,শহর সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান। আলোচনা সভার পর প্রধান অতিথি দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিবন্ধী ছেলেমেয়েদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।