ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বাংলা নব বর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল: পহেলা বৈশাখ ১৪১৯ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে  বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় সভাপতির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক সাহান আরা বানু । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) হোসেন আলী খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম । সভায় জেলার শিল্প সাহিত্য সাংস্কৃতিক কর্মী , প্রশাসনের কর্মকর্তা বৃন্দ  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মতামত পেশ করেন । সর্ব সম্মতি ক্রমে নানা কর্মসূচীর মধ্যে  র‌্যালী .পান্তা উৎসব, লাঠি খেলা সহ দেশ তথা বাঙ্গালীর ইতিহাস- ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগীতার সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন,ডাঃ এম এ বাশার , মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এ্যাডঃ ইব্রাহীম শাহীন, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বেতার ও টিভি শিল্পী আশরাফ মাহমুদ,সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলু প্রমুখ।