বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাইপাস সড়ক নির্মানে বাধাগ্রস্ত ঘরবাড়ি উচ্ছেদ

By মেহেরপুর নিউজ

July 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ জুলাই:

মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার পর্যন্ত বাইপাস সড়ক নির্মান কাজে বাধাগ্রস্থ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের নির্দেশে এ সকল ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল হক, এলজিইডি’র এর সহকারী প্রকৌশলী তানভীর রশিদ,উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধরী, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামীদ, উপ- প্রকৌশলী আসাদ্দুজামান, মুজিবনগর উপজেলা সহকারী প্রকৌশলী রুহুল আমীন, সদর থানার এস আই আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাড়ে ১৯ কোটি টাকা বরাদ্দে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সদর উপজেলার কোলার মোড় থেকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার বাইপাস সড়ক নির্মানের কাজ শুরু হয়। এতে সীমানা নির্ধারণ জটিলতায় কয়েক কিলোমটিারের কয়েকটি ঘরবাড়ি বেধে যায়। পরে জেলা প্রশাসন, এলজি্ইডি ও স্থানীয়দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অধিগ্রহণ করে বাড়ি ঘর গুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়।