বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাক প্রতিবন্ধীকে কারা হেফাজতে রাখার নিদের্শ

By মেহেরপুর নিউজ

July 04, 2017

মেহেরপুর নিউজ, ০৪ জুলাই: মেহেরপুর জেলা কারাগার থেকে ৬ মাসের সাজা শেষে এক বাক প্রতিবন্ধীকে ছেড়ে দেওয়ার পর তিনি কারাগার এলাকায় ঘুরতে থাকলে তাকে যশোর সংষোধনগারে পাঠানোর জন্য আবারও কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কারাগার সুত্রে জানাগেছে, গত ২৭ অক্টোবর ইভটিজিং এর দায়ে এই বাক প্রতিবন্ধীর ৬ মাসের জেল হয়। আজ তার সাজা শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি সেখান থেকে না যেয়ে কারাগারের আশপাশে ঘোরঘুরি করতে থাকে। পরে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নিদের্শে তাকে যশোর সংশোধণগারে পাঠানোর জন্য কারাগারে নেওয়া হয়।

এদিকে বাক প্রতিবন্ধীটি নিজের নাম বলতে বা লিখতে না পারার কারনে নিজের পরিচয় বলতে জানাতে পারেননি। যদি কোন ব্যাক্তি লোকটিকে চিনতে পারেন তবে জেলা প্রশাসক বা জেলা কারাগারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।