বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাগুদেওয়ানের মাজার উচ্ছেদ মামলা ।। আ’লীগ নেতা সহ ৭০ জন অাসামী

By মেহেরপুর নিউজ

February 13, 2016

মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারী: মেহেরপুরের গোভীপুরে শাহসুফী বাগু দেওয়ানের (বাগুওয়াল পীর) মাজার ভাংচুর করে উচ্ছেদের ঘটনায় আ’লীগ নেতাসহ অজ্ঞাত ৭০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আমলী আদালতে মাজারের সহকারী খাদেম মো: রাজিব বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন সদরের বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল, তার সহযোগী মো: শান্ত, মো: মাসুম, মো: বিল্লাল, মো: হামিদুল ও মো: আলো সহ ৭০ জন। আসামীদের সকলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে। এজাহারে বাদির অভিযোগ, মঙ্গলবার (০৯ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে নামীয় আসামীদের নেতৃত্বে গোভীপুর গ্রামবাসী বাগুদেওয়ানের মাজার শরীফে প্রবেশ করে খানকা শরীফ, মাজার শরীফসহ মাজারের হাজার খানেক বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলবাগান কেটে ক্ষতিসাধন করে। যে ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাদকের আখড়ার অভিযোগ তুলে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামালসহ আসামীদের নেতৃত্বে গোভীপুর গ্রামবাসী দরবার শরীফে গিয়ে দরবারের খাদেমসহ ভক্তদের বের করে দিয়ে উচ্ছেদ শুরু করে। পরে তারা অগ্নিসংযোগ করে এবং সেখানে থাকা বিভিন্ন প্রজাতির হাজার খানেক গাছ কেটে গুড়িয়ে ফেলে। বেলা ১১ টা পর্যন্ত তান্ডব চালিয়ে বাগুদেওয়ানের রওজাও সহ সমস্ত স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।