ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে বানিজ্য মেলার নামে হাউজি-জুয়া বন্ধের দাবীতে এমপি’র সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২মে: মেহেরপুর শিল্প ও বণিক সমিতির মাস ব্যাপী বানিজ্য মেলার নামে হাউজি, জুয়া বন্ধের দাবীতে মেহেরপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন সাংবাদিক সম্মেলন করেছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে যাদুবপুর ঘাট মোড়ের নিজস্ব অফিসে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মেহেরপুর শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক হাজী মোঃ গোলাম রসুল নিয়ম বহির্ভূতভাবে সমিতির সভাপতিকে অবগত না করে প্রশাসনকে ভূল ব্যাখ্যা দিয়ে সমিতির নামে মাস ব্যাপী মেলার অনুমোদন নিয়েছে। বর্তমানে যেখানে সাভার ট্রাজেডিতে সারাদেশ বাসি গোভীরভাবে শোকাহত এবং হেফাজতে ইসলামের নৌরাজ্যকর তান্ডবে দেশের মানুষ যখন আতঙ্কিত, তখন মেহেরপুর শহরের মধ্যে স্টেডিয়াম মাঠে শিল্প ও বানিজ্য মেলার নামে শুরু হয়েছে অশ্নীল নৃত্য পরিবেশন, হাউজি, জুয়া,গভীর রাত অবধি শুটিং সহ অসামাজিক কার্যকলাপমূলক আসর। তিনি বলেন, খেলাধুলা বন্ধ করে এইচএসসি পরীক্ষার মধ্যে এই জুয়ার আসর দ্রুত বন্ধের ব্যাবস্থা না করা হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা তথা আইন শৃংখলার অবনতি, সন্ত্রাসী হামলা ও নাশকতা মূলক কর্মকান্ড সংঘটনের সম্ভাবনা বিরাজমান। এর জন্য তিনি প্রশাসনকে দায়ী করে বলেন- এই জুয়ার আসর বন্ধের জন্য আমি ডিসি, এসপি, খুলনা বিভাগীয় কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। বিভাগীয় কমিশনার মেলার নামে জুয়ার আসর বন্ধের জন্য ডিসিকে নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশাসন এখনও এই আসর বন্ধের কোন উদ্দোগ নেয়নি। বরং প্রশাসনের নাকের ডগায় চলছে এই জুয়ার আসর। তিনি এই মেলার নামে জুয়ার আসরের অনুমতি প্রদান ও তা বন্ধের ব্যাপারে প্রশাসনের কালবিলম্ব ঘটনার পিছনে অর্ধলক্ষাধিক টাকার লেনদেন হয়েছে বলে দাবী করেন। তিনি জানান- যেখানে মেলার নামে জুয়ার আসর শুরু হয়েছে সেই স্টেডিয়াম মাঠের সংলগ্ন পূর্ব পশ্চিমে কয়েকটি মসজিদ রয়েছে এবং অসংখ্য এইচ,এস,সি পরীক্ষা আছে। অথচ, মধ্যরাত পর্যন্ত উচ্চ আওয়াজে মাইকে ব্যাবহার করে চলছে এই আসর। এমতাবস্থায় মেহেরপুরে স্টেডিয়াম মাঠে শিল্প ও বানিজ্য মেলা/২০১৩ অনুষ্ঠানের অনুমতি বাতিল করার জন্য সাংবাদিকদের মাধ্যমে উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত সকল অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।