বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বার্ডফ্লু ধরা পড়ায় ৩ হাজার মুরগী নিধন

By মেহেরপুর নিউজ

December 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: বার্ড ফ্লু ধরা পড়ায় মেহেরপুর জেলা প্রশাসনের সহায়তায় সোমবার মধ্য রাতে জেলা শহরের ক্যাশবপাড়ার একটি পোল্ট্রি খামারে প্রায় ৩ হাজার মুরগী হত্যা শেষে মাটিতে পুতে ফেলা হয়েছে। জানা গেছে, মেহেরপুর জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শহরের ক্যাশবপাড়ার আমিনুল ইসলাম খোকনের স্বজন পোল্ট্রি খামারে গত কয়েক দিন আগে হঠাত করে বেশ কিছু মুরগী মারা যায়। বিষয়টি তার সন্দেহ হলে তিনি মরা মুরগী পরীক্ষা করার জন্য মেহেরপুর প্রাণী সম্পদ বিভাগের স্মরনাপন্ন হন। ঢাকা থেকে পরীক্ষা শেষে বার্ড ফ্লু জীবানু ধরা পড়ে। সোমবার দুপুরে এ বিষয়ে মেহেরপুর প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভা আহবান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে সভায় ওই খামারের সব মুরগী ও ডিম মাটিতে পুতে নষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  সভার সিদ্ধান্ত মোতাবেক সোমবার রাতে স্বজন পোল্ট্রি খামার বিশাল গর্ত খুঁড়ে প্রায় ৩ হাজার মুরগী মেরে ও ডিম নষ্ট করে পুতে রাখা হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুজিত কুমার হাওলাদার, ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তপনেশ্বর ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। এদিকে বার্ড ফ্লু সম্পর্কে আতংকিত না হওয়ার জন্য জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আহবান জানানো হয়ে। এদিকে জেলার আর কোন পোল্ট্রি খামারে মুরগী মরার ঘটনা ঘটছে কিনা তা জেলা প্রাণী সম্পদ বিভাগ সতর্ক দৃষ্টি রাখছে।