আইন-আদালত

মেহেরপুরে বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল এগিয়ে

By মেহেরপুর নিউজ

August 26, 2015

মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট: উৎসবমূখর ও শান্তিপূর্ন পরিবেশে বাংলাদেশ বার কাউন্সিলের ত্রি-বার্ষিক নির্বাচনের অংশ হিসেবে একযোগে মেহেরপুরের কেন্দ্রেও ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি প্যানেল সকল পদে এগিয়ে রয়েছে। তার নিকটতম রয়েছে আওয়ামীলীগ প্যানেল ।

বুধবার সকাল ১০টা থেকে মেহেরপুর জজ আদালত ভবনের ২য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মেহেরপুরের ৯৩ জন আইনজীবী সদস্যর মধ্যে ৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ।  মেহেরপুর জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ (১ম) আয়েশা নাসরিন নির্বাচন পরিচালনা করেণ। বুধবার সন্ধ্যায় ভোট গননা শেষে যুগ্ম জেলা জজ (১ম) আয়েশা নাসরিন ফলাফল ঘোষনা করেণ।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের সাধারণ আসনে খন্দকার মাহবুব হোসেন ৪৯ ভোট, এজে মোহামম্মদ আলী ৪৯ ভোট,ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দীন খোকন ৫০ ভোট, সানাউল্লাহ মিয়া ৫০ ভোট, ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল ৪৯ ভোট, বোরহান উদ্দিন ৪৬ ভোট , মহাসিন মিয়া ৪১ ভোট এবং এফ গ্রুপে ইসহাক পেয়েছেন ৪৮ ভোট। অপরদিকে, আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের সাধারণ আসনে ব্যারিষ্টার আমির উল ইসলাম ৩৪ ভোট, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ ২৭ ভোট, আব্দুল বাসেত মজুমদার ৪০ ভোট, আব্দুল মতিন খসরু ২১ ভোট, পরিমল চন্দ্র গুহ ২৯ ভোট, জেড আই খান পান্না ৩১ ভোট, শ,ম রেজাউল করিম ৩১ ভোট এবং এফ গ্রুপে মো: ইয়াহিয়া পেয়েছেন ৩২ ভোট।