আইন-আদালত

মেহেরপুরে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ চলছে

By মেহেরপুর নিউজ

August 26, 2015

মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট: উৎসবমূখর ও শান্তিপূর্ন পরিবেশে বাংলাদেশ বার কাউন্সিলের ত্রি-বার্ষিক নির্বাচনের অংশ হিসেবে একযোগে মেহেরপুরের কেন্দ্রেও ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে মেহেরপুর জজ আদালত ভবনের ২য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতীহীন ভাবে ভোটগ্রহন চলবে বিকাল ৫টা পর্যন্ত। মেহেরপুর জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ (১ম) আয়েশা নাসরিন নির্বাচন পরিচালনা করছেণ। মেহেরপুরের ৯৩ জন আইনজীবী সদস্য এ নির্বাচন ভোটদান করবেন।

এবারের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেলে রয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ.ম. রেজাউল করিম। গ্রুপ অনুযায়ী রয়েছেন গ্রুপ-‘এ’ ঢাকা আসনে কাজী নজিবুল্লাহ হিরু, গ্রুপ-বি আসনে আলহাজ এইচ আর জাহিদ আনোয়ার, গ্রুপ- ‘সি’ আসনে ইব্রাহিম হোসেন চৌধুরী, গ্রুপ- ‘ডি’ আসনে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, গ্রুপ- ‘ই’আসনে পারভেজ আলম খান, গ্রুপ-‘এফ’ আসনে মো. ইয়াহিয়া ও গ্রুপ-‘জি’ আসনে রেজাউল করিম।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে রয়েছেন- খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী, এ.এম. মাহবুব উদ্দিন (খোকন), সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা (বাদল), আলহাজ মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।গ্রুপ-‘এ’ আসনে রয়েছেন গোলাম মোস্তফা খান, ‘বি’ আসনে মোহাম্মদ আবদুল বাকী মিয়া, ‘সি’ আসনে কবির চৌধুরী, ‘ডি’ আসনে কাইমুল হক, ‘ই’ আসনে আবদুল মালেক, ‘এফ’ আসনে মো. ইসহাক ও ‘জি’ আসনে এ. কে. এম. হাফিজুর রহমান।

এছাড়াও ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ ও আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে আরো দু’টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছেন।ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, সরওয়ার ই-দীন, মো. হেলাল উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী, জহিরুল ইসলাম। আইনজীবী ঐক্য ফ্রন্ট প্যানেলে সাধারণ আসনে রয়েছেন আলহাজ মো. ইস্রাফিল, ড. মো. ইউনুস আলী আকন্দ, নাসির উদ্দিন আহম্মেদ অসীম, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, এনামুল কবির হাওলাদার, দেলোয়ার হোসেন মল্লিক, মাহবুব মিয়া, শওকত হায়াত, সামছুল হক, সুলতান এ সবুর।