বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বালাইনাশক স্প্রে-মেশিন ও সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

June 15, 2023

মেহেরপুর নিউজ:

২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে-মেশিন ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝ বালাইনাশক স্প্রে-মেশিন ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫৫ জন প্রান্তিক কৃষকদের মাঝ বালাইনাশক স্প্রে-মেশিন এবং ৩১ জনের মাঝে ৩১টি সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি সচিব আজিমউদ্দিন প্রমূখ।