বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্যবিবাহ মুক্ত জেলা দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষনা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে এনডিসি কামরুজ্জামান, জেলা এনজিও সমিতির সভাপতি মোসাররফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ ফেব্রæয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষনা করেন মন্ত্রী পরিষদ শফিউল আযম। মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে তৎকালীন জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে মন্ত্রী পরিষদ সচিব এ ঘোষনা দেন।