বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে বাল্য বিবাহ ঘটনায় হাইকোর্টের রুল জারী নিয়ে প্রশাসনে তোলপাড়

By মেহেরপুর নিউজ

May 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: দুই পৌর কাউন্সিলরের দায়িত্ব নিয়ে মেহেরপুরে বাল্য বিবাহ দিল। প্রথম আলো’ তে এমন সংবাদ প্রকাশিত হলে মহামান্য হাইকোর্টের রুল জারী নিয়ে মেহেরপুর জেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট সকল মহল। এই ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে এখন তারা নানামুখী চাপ ও পরিকল্পনা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছে।

হাইকোর্ট এই ঘটনার দায়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সদর থানার ওসি জাহাঙ্গির আলম, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনকে আগামী ২৯ মে স্বশরীরে তলব করে জবাব দিতে বলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান- এই বাল্য বিবাহকে মিথ্যা প্রমান করে নিজেদেরকে রক্ষা করতে প্রশাসন বিভিন্নজনকে নানাভাবে চাপ প্রয়োগ করে চলেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসনের এক অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন বিবাহ রেজিস্টারের কাছে গিয়ে “এলাকায় কোন বাল্য বিয়ে হয়নি” মর্মে চাপ পূর্বক তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেছে। অনেক বিবাহ রেজিস্টারের খাতা জব্দ করে নিয়ে গেছে। অভিযোগ আছে- প্রশাসনের কর্মকর্তারা ছেলে এবং মেয়ের বাড়ি গিয়ে তাদের উপর চাপ করে বিয়ে হয়নি এমন কথা বলতে বাধ্য করাচ্ছে। অভিযুক্ত দুই কাউন্সিলর পৌরসভা কর্তৃপক্ষকে দিয়ে এমন বিয়ে শহরে হয়নি মর্মে সনদ দিয়ে নানাভাবে চাপ দিয়ে চলেছে। ঢাকা থেকে আগত একটি গোয়েন্দা সংস্থা পুরো বিষয়টি পর্যবেক্ষন ও অনুসন্ধানের জন্য এখন মেহেরপুরে অবস্থান করছেন। তারা জোর করে একটি সত্য ঘটনাকে মিথ্যা প্রমান করতে প্রশাসনের এমন কার্যক্রমে অসন্তুস্ট বলে জানা গেছে।