বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের কর্মশালা

By মেহেরপুর নিউজ

January 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী: মেহেরপুর জেলা রেজিষ্টার অফিসের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে জেলার কাজীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা রেজিষ্টি অফিস মিলনায়তনে জেলা রেজিষ্টার মিশন চাকমার সভাপতিত্বে সর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচাপলক কেএম শাহীন কবীর, উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এমএকে খাইরুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ। কর্মশালা শেষে জেলার কাজীদেও পরিচয় পত্র প্রদান করা হয়।