শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার

By মেহেরপুর নিউজ

December 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর: মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করার লক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো:শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার মো: দেলোয়ার হোসেন, মো: আরিফ হোসেন, শুভ্রা দাস প্রমুখ। সেমিনারে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে জেলা প্রশাসক প্রতিষ্ঠানে পৌছালে তাঁকে প্রতিষ্ঠানের গার্ল ইন গাইডের মেয়েরা গার্ড অব অনার প্রদান করে।