বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ মুক্ত ঘোষনার ১ বছর পূর্তিতে র‌্যালী

By মেহেরপুর নিউজ

February 27, 2017

মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর পৌরসভার উদ্যোগে জেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার ১ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ নেতৃত্বে পৌরসভার কাছে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব, পৌর সচিব তফিকুল আলম, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, কাউন্সিলর আল মামুনসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমঝুপি ইউনিয়ন পরিষদ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার ১ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) শুভ্রা দাসের নেতৃত্বে ইউনিয়নের কাছে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইউপি সচিব জমির উদ্দিন, সদস্য আলফাজ উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে জেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার ১ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজর উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুলের নেতৃত্বে কলেজের কাছে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক আরিফউজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।