আইন-আদালত

মেহেরপুরে বাল্য বিয়ে দেওয়ার চেষ্ট করার ছেলের মায়ের জরিমানা

By মেহেরপুর নিউজ

February 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ ফেব্রুয়ারী: মেহেরপুরে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করায় ছেলের মায়ের ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, মেহেরপুর শহরের নতুন পাড়ায় হাবিবুর রহমানের ছেলে সাগরের সাথে পাশ্ববর্তি বজলুর রহমানের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সারজিনা খাতুন ছায়া সাথে বিয়ে দেওয়ার জন্য বাগদান পর্ব শেষ করে । খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের একটি টিম সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় বাল্য বিয়ে দেওয়া চেষ্টা করায় ছেলের মা আরজিনা খাতুনের নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত বিচারক শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে। বাল্য বিবাহ নিরোধ আইনে ছেলের মায়ের ১ হাজার টাকা জরিমান আদায় করা হয়।