মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী: মেহেরপুরের গাড়াডোব গ্রামে বাশঁ কাটতে গিয়ে বাশেঁর আঘাতে আক্কাচ (৩৫) নামের এক ব্যাক্তি আহত হয়ে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গাড়াডোব গ্রামের আবেদ আলীর ছেলে আক্কাচ আজ মঙ্গলবার সকালে ঘর তৈরির জন্য নিজ বাশঁ বাগানে বাশঁ কাটার সময় অসাবধানবসত একটি বাশঁ ছিটকে এসে তার গলায় লাগলে সে মাটিকে লূটিয়ে পরলে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহত আক্কাচের গলায় ৭টি সেলায় হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।