কৃষি সমাচার

মেহেরপুরে বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 26, 2013

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী: মেহেরপুর বিএডিসি’র আমঝুপি ডাল ও তৈল বীজ কণ্ট্রাক্ট গোয়ার্স জোনের উদ্যোগে চুক্তিবদ্ধ চাষীদের নিয়ে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আমঝুপি সবজি বীজ উৎপাদন খামার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচীতে সভাপতত্বি করনে ডাল ও তৈল বীজ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জসিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএডিসি’র ঢাকার ব্যবস্থাপক বিশ্বাস কুতুব উদ্দীন, সহকারী পরিচালক মির্জা সফিকুল ইসলাম, , চিৎলা পাট বীজ খামাররে যুগ্ন পরিচালক আলমগীর মিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এম এন এ হালিম,  আমঝুপি সবজি বীজ খামাররে উপ-পরিচালক সাজেদুর রহমান । প্রশিক্ষন কর্মসূচীতে বিএসডিসি’র চুক্তিবদ্ধ ১০০ জন চাষী অংশগ্রহণ করেন।