রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

March 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ১৯ মার্চ: আইন শৃংখলা বাহিনীর সর্তক অবস্থান ও কঠোর নিরাপত্তার  মধ্য দিয়ে  বিএনপি’র  ডাকা দেশব্যাপী দু’দিনের হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় শন্তিপূর্নভাবে পালিত হয়েছে।হরতালের ১ম দিনে শহর আওয়ামীলীগের পক্ষ থেকে মেহেরপুর শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করতে দেখা গেলেও বিএনপি’র পক্ষ থেকে কোনো পিকেটিং বা মিছিল দেখতে পাওয়া যায়নি।এছাড়া ২য দিনের হরতালে পক্ষে বিপক্ষে কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি।তবে শহরে অধিকাংশ দোকাপাট বন্ধ ছিলো। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সকালে ছেড়ে যায়নি কাঁচামাল বহনকারী কোন ট্রাক। আভ্যন্তরিণ রুটেও বাস চলাচলও বন্ধ ছিলো। তবে শহরে রিকসা, ভ্যান, ইজিবাইক, টেম্পু, আলগামন, আলমসাধু,করিমন,নছিমন সহ সরকারী এবং ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। তবে  কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিলো শহরে। মোড়ে মোড়ে ছিলো অতিরিক্ত পুলিশ মোতায়েন । এছাড়া শহরে বিভিন্ন সড়কে পুলিশ ও র‌্যাবের টহল ছিলো চোখে পড়ার মত।

উল্লেখ্য,১১ মার্চ সোমবার বিএনপিসহ ১৮ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলাকালে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। সমাবেশের শেষ দিকে মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্য শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই নাইটেঙ্গেল মোড় ও বিএনপি অফিসের মধ্যবর্তী এলাকায় পরপর ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে সমাবেশ পন্ড হয়ে যায়। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব সমাবেশ থেকেই হরতালের ডাক দেন।এরপরপরই পুলিশ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলের শীর্ষ নেতাদের আটক করে। আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ ও ১৯ মার্চ হরতালের ডাক দেয় বিএনপি।