মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুরে নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ রোববার দুপুরে সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন এমপি। বক্তব্য রাখেন আব্দুর রহমান , আলমগীর খান ছাতু, জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।