বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অ্যাড. কামরুল হাসানের গণসংযোগ

By Meherpur News

July 04, 2025

মেহেরপুর নিউজ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এসময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ডাক দেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই আজকের এই গণসংযোগ। জনগণকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য রোমানা আহমেদ, বিএনপি নেতা কাজী মিজান মেনন, অ্যাডভোকেট আবু সালেহ মো. নাসিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনসাধারণের সঙ্গে কথা বলে এবং লিফলেট বিতরণ করে তারা বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরেন।

উল্লেখ্য, বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় সংস্কার, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশব্যাপী গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।