রাজনীতি

মেহেরপুরের কালিগাংনীর বেশকিছু বিএনপি নেতাকর্মীর যুবলীগে যোগদান

By মেহেরপুর নিউজ

August 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগষ্ট: মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের হাতে ফুলের তোড়া দিয়ে যুবলীগে যোগদান করলেন  মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের বেশ কিছু বিএনপি নেতা । আজ মঙ্গলবার রাতে মেহেরপুর বড় বাজারস্থ সাজ্জাদুল আনামের অফিসে মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের বিএনপি নেতা মিলনের নেতৃত্বে বেশ কিছু নেতা কর্মী যুবলীগে যোগদান করেন। এসময় জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, যুবলীগ নেতা নিশান সাবের, জেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, যুবলীগের সদস্য আব্দুল মান্নান ভুটু,হাফিজুল ইসলাম,মিলন,  প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।