বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএম মডেল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে নানা আয়োজন

By Meherpur News

July 31, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সঙ্গীত, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইউআরসি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন এবং ইউআরসির ইনস্ট্রাক্টর আব্দুল মতিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়া খন্দকার, হাসিনা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।