টপ নিউজ

মেহেরপুরে বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে কাঁচা মরিচ পাইকারি ৫ টাকা

By মেহেরপুর নিউজ

June 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের বাজারে বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে কাঁচা মরিচ পাইকারি দর ৫ টাকা কেজি, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

বুধবার মেহেরপুরের বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেল। গত বছর বর্ষা থেকে শুরু করে রোজার আগ পর্যন্ত কাঁচামরিচ পর্যায়ক্রমে ২শ টাকা থেকে শুরু করে নামতে নামতে ১৮-২০ টাকা কেজি দরে ওঠানামা করে। ঈদের পর কাঁচামরিচ মেহেরপুরের বাজারে পাইকারি দর ১০-১৫ টাকা, শেষ পর্যন্ত বুধবার সকালে মেহেরপুরের বড়বাজারে আড়তে ৫ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। কিন্তু খুচরা বাজারে ক্রেতা সাধারণকে কাঁচামরিচ কিনতে গিয়ে নাকাল হতে হচ্ছে। কেননা পাইকারি দরে পাঁচ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে গিয়ে সেগুলো ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে ১৫-২০ টাকা দরে বেড়ে গেছে। গত তিনদিন আগে মেহেরপুরের আড়তে ৩৫-৩৭ টাকা দরে পিঁয়াজ পাইকারি বিক্রি হতে দেখা গেছে। কিন্তু বুধবার পাইকারি বাজারে ৫০-৫২ টাকা এবং খুচরা বাজারের ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন কাঁচা মরিচের আমদানি বেশি থাকায় দাম কমার পাশাপাশি পেঁয়াজ আমদানি কম যে কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাজারে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকার কারণেই ব্যবসায়ীরা মনগড়া দামে পণ্য বেচাকেনা করছে বলে অভিযোগ ক্রেতাদের।