আইন-আদালত

মেহেরপুরে বিচারকের বিচার দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ আগষ্ট:

মেহেরপুর শহরের প্রধান সড়কে পৌরসভা সংলগ্ন এলাকার ফুল ব্যবসায়ী টুটুল হোসেনের উপর নির্যাতনের অভিযোগ এনে মেহেরপুরের জৌষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট) মো: ছানাউল্ল্যাহ’র বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা এ কর্মসূচী পালন করেন। মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর নেতৃত্বে মানববন্ধনে ম্যাজিষ্ট্রেটে ছানাউল্ল্যাহ’র বিচার ও প্রত্যাহার দাবি করে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী রশিদ হাসান খান আলো, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, সমাজকল্যান সম্পাদক শাহিনুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, ব্যবসায়ী আনোয়ারুল হাসান, নির্যাতিত সোনালী ব্যাংকের কর্মকর্তা নাসির উদ্দিন, হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলাম, সেলুন দোকানদার রুবেল হোসেন। মানববন্ধনে মেহেরপুর শহরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। হাসপাতালে বেডে চিকিৎসাধীন ফুল ব্যবসায়ী টুটুল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ তার এক স্টাফকে পাঠান শোলা দিয়ে বিবাহবার্ষিকী লেখা একটি ডিজাইন করার জন্য। হাতে কাজ থাকায় সে জানায় দুই ঘন্টা দেরী হবে। তখন তার স্টাফ জানান, এটি ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহর কাজ। টুটুল জানায়, আমার হাতে একটি জরুরী কাজ ধরা আছে ম্যাজিষ্ট্রেট হলেও আমি আগে করতে পারব না। পিয়নের কাছে থেকে একথা শুনে ক্ষুব্ধ হয়ে ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ সদর থানা পুলিশকে দিয়ে টুটুলকে তার খাস কামরায় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ তাকে শারিরিক ভাবে নির্যাতন করেন বলে টুটুল অভিযোগ করেন। টুটুল আরো জানান, তাকে রুল দিয়ে পিটিয়ে, জুতা দিয়ে লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছেন। রুলের আঘাতে তার বামহাত সহ শরীরের বিভিন্ন অংশে কালশিরা দাগ পড়েছে। চোখ মুখ ফুলে গেছে। খবর পেয়ে মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেখানে গিয়ে টুটুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। টুটুল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৩ নম্বরে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার পর মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট) বরাবর একটি অভিযোগ করেছেন টুটুলের মামা রাশেদুল ইসলাম। তার অনুলিপি জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেহেরপুর প্রেসক্লাবে পাঠিয়েছেন তিনি। মানববন্ধনে ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ কাছে ইতপূর্বে নির্যাতিত হয়েছেন অভিযোগ করে তাঁর বিচারের দাবিতে বক্তব্য দেন সোনালী ব্যাংক কর্মকর্তা নাসির উদ্দিন, হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলাম, সেলুন দোকানদার রুবেল হোসেন। তারা তাদের নির্যাতনের চিত্র তুলে ধরেন।

মেহেরপুর ব্যবসায়ীর সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহর প্রত্যাহারসহ বিচারের আল্টিমেটাম ঘোষনা করেন, না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন। তিনি বলেন, ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ আপনি নাকি বলেন আপনার ওই চেয়ারে সকলে ঠেকা, এটা ঠিক নয়। আপনি দেখে যান আপনার বিরুদ্ধে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন বলেন, তিনি যে আচরণ করেছেন। একজন অসুস্থ রোগী ছাড়া এ ধরণের আচরণ কেউ করতে পারেন না। ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ একজন অসুস্থ রোগী। অসুস্থ রোগী হিসেবে ওই পবিত্র স্থানে বসার কোন অধিকার তাঁর নাই। তিনি বলেন, টুটুলকে নির্যাতনের খবর পেয়ে পর ম্যাজিষ্ট্রেট ছানাউল্ল্যাহ আমাকে তার কার্যালয়ে ডেকে নিয়ে যান। আমি গিয়ে দেখি টুটুলকে নির্যাতন করার পর হ্যান্ডকাফ লাগিয়ে বসিয়ে রেখেছে। এসময় তিনি আমার সামনে বলেন, জজ কোর্টের একটি পিপড়া যদি কোন দোকানে কোন কাজ করতে যায়,তার কাজ আগে করে দিতে হবে। এদিকে, বিষয়টি নিয়ে মিমাংসার জন্য দুপুরের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের সাথে বৈঠক হয় বলে জানান মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। তিনি বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাহেব আমাদের ডেকেছিলেন। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল উপস্থিত ছিলেন। তিনি বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিমাংসা বিষয়টি উঠালে তারা ব্যবসায়ীদের সাথে আলোচনা করার পর তাঁকে জানাবেন বলে জানিয়েছেন।