আইন-আদালত

মেহেরপুরে বিচারক সংকটে ১০ হাজার মামলার জট

By মেহেরপুর নিউজ

July 06, 2014

বিশেষ প্রতিবেদন

আবু আক্তারঃ জেলা ও দায়রা জজসহ মেহেরপুরে বিভিন্ন আদালতের ১২ জন বিচারকের মধ্যেই সাতজনের পদই শূন্য৷ বিচারক-সংকটের কারণে প্রায় ১০ হাজার মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন আইনজীবীরা৷ আদালত-সংশ্লিষ্ট ও আইনজীবীরা জানান, জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের পদ ৭টি৷ এর মধ্যে আছেন মাত্র ৩ জন৷ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের এবং যুগ্ম জেলা জজ দ্বিতীয় পদে বিচারক নেই প্রায় সাত বছর ধরে। সর্বশেষ গত ২২ এপ্রিল জেলা ও দায়রা জজ অবসরে যাওয়ায় ওই পদে আর কাউকে নিয়োগ দেয়নি সরকার৷ যুগ্ম জেলা জজ প্রথম একসঙ্গে ওই সব আদালতের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন৷ এ ছাড়া ওই আদালতে দুজন সহকারী জজ আছেন৷ এদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে পদ পাঁচটি৷ কিন্তু আছেন মাত্র দুজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম৷ বদিলজনিত কারণে মুখ্য বিচারিক হাকিমের পদ পাঁচ মাস ধরে শূন্য৷ ২০০৯ সালে শুরু থেকে বিচারিক হাকিমের দুটি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি৷ বিচারপ্রার্থী আসামি ও কারাবন্দী আসামিদের কয়েকজন স্বজন জানান, জেলা ও দায়রা জজ না থাকায় নারী ও শিশু নির্যাতন, হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারায় আটক সন্দেহভাজন আসামিরা জামিনসহ আইন সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিনা বিচারে কারাবন্দী অবস্থায় আছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ আদালতগুলোতে বিচারক না থাকায় মামলার বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। মামলার নির্ধারিত দিনে আসামিরা হাজিরা দিলে শুধুই তারিখ পরিবর্তন ছাড়া কোনো অগ্রগতি হচ্ছে না যা মামলার বিচার কার্যক্রমকে বিলম্বিত করছে। এতে শুধু মামলার বোঝাই বাড়ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জেলা ও দায়রা জজসহ বিভিন্ন আদালতের বিচারকের পদ শূন্য থাকায় প্রায় ১০ হাজার মামলা ঝুলে আছে। উল্লে­খ্য- জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২৪ জুন সকাল সাড়ে ১০টায় সময় মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইনজীবিরা বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বিচারক নিয়োগের দাবি জানান৷