রাজনীতি

মেহেরপুরে বিচ্ছিন্ন ঘটনায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত ।। ধাওয়া পাল্টা ধাওয়া ,গুলি বর্ষণ ।। চলছে গণণা

By মেহেরপুর নিউজ

March 31, 2016

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ: গুলি বর্ষন, ধাওয়া পাল্টা ধাওয়া, জালভোট দেয়াকালে আটক করে ছেড়ে দেয়া, ভোটকেন্দ্রে যেতে বাধাসহ নানা ঘটনার মধ্যে দিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন নির্বাচন শেষ হয়েছে। চলছে গণণা। বিকাল সাড়ে তিনটার দিকে মহানজনপুর ইউনিয়নের যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগের দলীয় প্রার্থীর লোকজন ব্যালট ছিনতাই চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। দুপুর ১টার দিকে মোনাখালী ইউনিয়নের শিবপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসায় কেন্দ্রের সামনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল তিন টার দিকে একই কেন্দ্রে আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম গাইনের (অপার) কর্মীরা কেন্দ্র দখল করার চেষ্টা করলে পুলিশের বেধড়ক লাটি চার্যে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মহাজনপুর ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার দিকে দলীয় আ.লীগ প্রার্থীর লোকজন কেন্দ্রে বিশৃক্সখলার চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। সকাল ১০ টার দিকে মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোহাগ আলী (১৩) নামের এক কিশোর নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে তিন ঘন্টা পর ছেড়ে দেয়। এর

আগে একই কেন্দ্রে বেশ কিছু মহিলাকে তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় আ.লীগ প্রার্থীরা কর্মিরা। বিশ্বনাথপুর গ্রামের আনোয়ারা খাতুন ও ফুলুয়ারা খাতুন নামের দুই মহিলা সাংবাদিকের কাছে অভিযোগ করেন আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম গাইনের কর্মীরা তাদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। এ ব্যাপারে রির্টানিং কর্মকর্তা ডা. নুর আলম বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।