বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার কুইজ প্রতিযোগিতার ফলাফল

By মেহেরপুর নিউজ

June 04, 2023

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ফলাফল ঘোষণা করা হয়।

মেহেরপুর জেলার ৯ টি বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল ১ম।জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দল ২য়। এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ৩য় স্থান অর্জন করে। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিংকন বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী ও কমিশনার ম্যাজিস্ট্রেট রিফাত জাহান,জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।