মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর: মেহেরপুরে আমরা ক”জন ইয়ং স্টার ক্লাবের আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে কমল ও সবুজ জুটি ফাইনালে খেলার যোগ্যতা লাভ করেছে।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুক্রবার রাতে সেমিফাইনালে সোহান জুটিকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে ওঠে কমল জুটি অপর দিকে সবুজ জুটি ২-১ সেটে সান্টু জুটি কে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।শনিবার রাতে কমল জুটি বনাম সবুজ জুটি ফাইনাল খেলায় মুখোমুখি হবে।এই টুর্নামেন্টে জেলার ১৫ টি দল অংশগ্রহণ করেছে।